বলিউড তারকাদের মধ্যে একদল একে অপরের খুব ভালো বন্ধু হলেও অনেকের মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো না। এমন অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এরা আবার একে অপরের মুখও দেখেন না। দক্ষিণী তারকা ‘বাহুবলী’ প্রভাসও ঠিক এই পদ্ধতি অনুসরণ করেন। এইভাবেই সোশ্যাল মিডিয়ায় তিনি বলিউডের বেশ কিছু তারকাকে এড়িয়ে চলছেন। আজ আপনাদের এমন কয়েকজন তারকাদের কথা বলব যারা ইন্সটাগ্রামে প্রভাসকে ফলো করলেও প্রভাস কিন্তু সেইসব তারকাকে ফলো করেন না। এককথায় পাত্তা দেন না।
রণবীর সিং: বর্তমান প্রজন্মের বলিউডের সকল অভিনেতাদের মধ্যে রণবীর সিংকে সবথেকে বেশি প্রতিশ্রুতিবান এবং উদ্যমী অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। বলিউডে তাঁর জনপ্রিয়তাও রয়েছে প্রচুর। তবুও তাকে প্রভাস ফলো করেন না। যদিও রণবীর বহু আগে থেকেই প্রভাসকে অনুসরণ করেন।
আলিয়া ভাট: রণবীরের মতো আলিয়াও দীর্ঘদিন ধরেই ‘বাহুবলী’কে ফলো করেন। কিন্তু দুঃখের বিষয় প্রভাস বলিউড সুন্দরীকে অনুসরণ করেন না।
করণ জোহর: করণ জোহর বলিউডের একজন নামী ব্যক্তিত্ব এবং নামজাদা পরিচালকও বটে। তিনি প্রভাসকে ফলো করলেও উল্টোদিক থেকে ছবিটা সম্পূর্ণ আলাদা। প্রভাস এখনও তাকে ফলো করেন না।
ক্যাটরিনা কাইফ: অন্যদের মতো বলিউডের এই সুন্দরীও প্রভাসের ফ্যান। কিন্তু তাকেও বিশেষ পাত্তা দিতে নারাজ প্রভাস। তাই ক্যাটরিনা ইনস্টাগ্রামে প্রভাসকে ফলো করলেও তিনি ক্যাটের বিষয়ে নট ইন্টারেস্টেড।
অর্জুন কাপুর: বলিউড অভিনেতা অর্জুন কাপুরও দীর্ঘদিন ধরে ইনস্টাগ্রামে রয়েছেন এবং তার ফলোয়ার সংখ্যাও অনেক। তিনি নিজে ফলো করেন প্রভাসকে। কিন্তু অন্যান্যদের মতো একই হাল অর্জুনের।