সবসময় খোলামেলা পোশাকেই যেন অভ্যস্ত থাকেন অভিনেত্রী পুনম পাণ্ডে। তিনি ভারতের প্রজাতন্ত্র দিবসে নতুন রূপে ধরা দিলেন। না, বিকিনি কিংবা অন্তর্বাসহীন রাতপোশাক নয়।
এদিন বহুতল ভবনের জানালায় পর্দা সরিয়ে গায়ে রোদ মাখতে দেখা গেল পুনমকে। পরনে ছেঁড়া জিন্স। সঙ্গে টি-শার্ট। পুনমের শরীরে টি-শার্ট। আর সেই টি-শার্টেই চমক। সেটাই যে জাতীয় পতাকা। কাঁধের কাছে গেরুয়া। বুকে সাদা অংশে অশোক চক্র।
এমনকি তার নিচে সবুজ। টি-শার্টের অভিনবত্ব জাহির করে সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। সেই ছবি দেখেই বিতর্কের ঝড়। পোশাক হিসেবে ব্যবহার করা যায় না জাতীয় পতাকা।
অনেকেই সে কথা পুনমকে মনে করিয়ে দিতে চাইলেন । মন্তব্য ভেসে এলো, প্রতিবাদ জানাচ্ছি। ভারতের জাতীয় পতাকা গায়ে জড়িয়েছেন কেন? এটা তো অপরাধ।