দেশের উন্নতির জন্য বিদেশের চাকরি ছেড়ে আজ দেশের ইয়ঙ্গেস্ট আইপিএস হরিয়ানার পূজা যাদব

32
দেশের উন্নতির জন্য বিদেশের চাকরি ছেড়ে আজ দেশের ইয়ঙ্গেস্ট আইপিএস হরিয়ানার পূজা যাদব

ইয়াং জেনারেশন নাকি স্বার্থপর, দেশের কথা একটুও ভাবে না, দেশকে এতকটুও ভালোবাসে না -এমন কথা অনেকেই বলেন। দেশভক্তি বলে ব্যাপারটা নাকি তাদের মধ্যে নেই। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল আমরা এমন কিছু গল্প শুনি যেগুলো প্রমাণ করে যে ইয়ং জেনারেশন সম্পর্কে মানুষের ধারণা ভুল। তারাও দেশকে ভালোবাসতে জানে।

আজকের প্রতিবেদনটি এমনই এক কাহিনীকে কেন্দ্র করে। পূজা যাদব নামে হরিয়ানার একটি মেয়ে আজ একজন আইপিএস অফিসার। এ থেকেই বোঝা যায় যে পূজা কতটা মেধাবী। কিন্তু জানেন কি আজ থেকে তিন বছর আগে তিনি জার্মানি এবং কানাডার মোটা মাইনের চাকরি ছেড়ে দেশে এসেছিলেন শুধুমাত্র ইউপিএসসি পরীক্ষাতে বসবেন বলে?

হরিয়ানাতে বিটেক পর্যন্ত পড়াশোনা করে বায়োটেকনোলজি এবং ফুড টেকনোলজিতে এম টেক কমপ্লিট করেন পূজা। এরপর মোটা মাইনের চাকরি পেয়ে চলে যায় কানাডা আর তারপর জার্মানি।

জার্মানিতে চাকরি করতে করতে হঠাৎ একদিন পূজার মনে হয় যে তিনি তো অন্য দেশের উন্নতির জন্য কাজ করছেন, নিজের দেশের উন্নতির জন্য তো কিছুই করছেন না। যেমন মনে হওয়া তেমন কাজ। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যে চাকরি ছেড়ে দেশে ফিরবেন এবং ইউপিএসসি পরীক্ষার জন্য পড়াশোনা করবেন।

বিদেশের এরকম মোটা মাইনের চাকরি ছেড়ে দেওয়ার পর ভবিষ্যৎ যে তার অনিশ্চিত হবে সেকথা জানতেন পূজা যাদব। এত বড় সিদ্ধান্ত নেওয়া তো আর সহজ কথা ছিল না। তবুও হার মানেন নি। তাই হয়তো পরবর্তীকালে তিনি সফল হয়েছেন। যে সকল মানুষেরা মনে করেন যে মেয়ে মানেই ঘরের বোঝা, মেয়েদের কিছু করার ক্ষমতা নেই, তাদের মুখে ভালো করে ঝামা ঘষতে পারেন এই পূজা যাদবের মত মেয়েরা।

দ্বিতীয়বারের চেষ্টায় ইউপিএসসিতে উত্তীর্ণ হন পূজা। ২০১৮ সালের আইপিএস ব্যাচের অন্যতম সদস্য তিনি। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভাল না থাকার কারণে সেই সময় তিনি টিউশনি পড়িয়েছেন, এমনকি রিসেপশনিস্টের কাজও করেছেন। পূজা যাদবের এই স্ট্রাগল সত্যিই প্রশংসনীয়। সাথে তিনি দুঃসাহসিকতারও পরিচয় দিয়েছেন।