ফুলবাড়ি থেকে প্রায় ৩০ লক্ষ টাকার গাঁজা সহ দুজনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

22
ফুলবাড়ি থেকে প্রায় ৩০ লক্ষ টাকার গাঁজা সহ দুজনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

ফের একবার সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ি এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।

এরপর সেখান থেকে গাঁজা সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম কনক বর্মন ও দীলিপ বর্মন। দুজনেই কুচবিহার জেলার সাহেবগঞ্জের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে ২১০ গাঁজা উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। এবং উদ্ধার হওয়া গাঁজা কুচবিহারের থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। বুধবার ধৃত দুজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।