আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বামনগোলা থানার পুলিশ

38
আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বামনগোলা থানার পুলিশ

মালদা,১ নভেম্বর : আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বামনগোলা থানার পুলিশ। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বামনগোলা থানার পাকুয়াহাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ ওই দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতর নাম ইউসুফ শেখ (২৫)। বাড়ি কালিয়াচক থানার নাজিরপুর নবীনগর এলাকায়।

ধৃতর কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে দুইটি পাইপগান এবং তিন রাউন্ড কার্তুজ।

পুলিশের প্রাথমিক অনুমান অসামাজিক কাজকর্ম করার জন্য ওই দুষ্কৃতী হয়তো সেখানে উপস্থিত হয়েছিল।

সোমবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হবে।