ফের উদ্ধার প্লাস্টিকের জার ভর্তি বোমা

30
ফের উদ্ধার প্লাস্টিকের জার ভর্তি বোমা

মালদা,২৭ এপ্রিল : ফের উদ্ধার প্লাস্টিকের জার ভর্তি বোমা। বুধবার সকালে কালিয়াচক থানার খাস চাঁদপুর দাস পাড়া এলাকা থেকে প্লাস্টিকের জার ভর্তি বোমা উদ্ধার হয়।

ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। খবর দেওয়া হয় বোম ডিসপোজাল স্কোয়াডকে।

বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কালিয়াচক থানার দাস পাড়া এলাকায়।

তবে কে বা কারা বোমা গুলো মজুদ করে রেখেছিল তা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।