সুখ শান্তি এবং আর্থিক শ্রীবৃদ্ধির জন্য বাড়িতে লাগান এই চারটে গাছ

8
সুখ শান্তি এবং আর্থিক শ্রীবৃদ্ধির জন্য বাড়িতে লাগান এই চারটে গাছ

সংসারে আর্থিক সমৃদ্ধির জন্য আমরা কত কী না করে থাকি। ধন সম্পত্তি বৃদ্ধি করতে জ্যোতিষ শাস্ত্রের পরামর্শ নিয়ে থাকি। অনেক সময় হাতে বিভিন্ন ধরনের পাথর ধারণ করি কিন্তু সংসার থেকে আর্থিক দুর্ভাগ্য দূর করতে প্রাকৃতিক উপাদানের উপর নির্ভর করে থাকেন অনেকেই।

তবে এই প্রকৃতির বেশ কয়েকটি গাছ আমাদের জন্য ভীষণ উপকারী এমনটাই বলেন শাস্ত্র বিদরা। তাই সংসারের সুখ শান্তি বজায় রাখতে এবং আর্থিক শ্রীবৃদ্ধির জন্য এই চারটে গাছ বাড়িতে লাগান –

1. মানি প্ল্যান্ট- মানি প্ল্যান্ট নিয়েই অনেক কিছু কথিত আছে মাঝে মাঝে ইউটিউব খুললে দেখা যায় মানি প্ল্যান্টের উপকারিতা সম্পর্কে বলা হচ্ছে। কথিত আছে মানি প্ল্যান্ট গাছ বাড়িতে রাখলে সংসারের আর্থিক শ্রীবৃদ্ধি হয় কিন্তু আসলে মানি প্ল্যান্ট সংসারে পজিটিভ শক্তি প্রবেশ করতে দেয়।

2. তুলসী গাছ- হিন্দু গৃহস্থ বাড়িতে তুলসী গাছ দেখা যায় যেখানে সকাল সন্ধ্যায় ধূপ ধুনো ও সেবা দেওয়া হয়। তুলসি গাছ বাড়িতে থাকলে সংসারে কখনও অর্থ কষ্ট হয় না কিন্তু অন্য দিকে এই স্বাস্থ্যকর উপকারিতাও রয়েছে সেগুলি হল একাধিক রোগ নিরাময় করার ক্ষমতা এবং পজিটিভ এনার্জি বাড়ায়।

3. ক্যাকটাস গাছ- অনেকের বাড়িতে ছাদের মাথায় ক্যাকটাস কাজ দেখা যায়। শাস্ত্র মতে ক্যাকটাস গাছ সুখের বার্তা বয়ে নিয়ে আসে। বিশেষ করে ফুল সহ ক্যাকটাস গাছ ভীষণ ভালো।

4. জুঁই ফুল গাছ- একটি সুগন্ধির সাদা ফুলের গাছ হল জুঁই ফুল। শরীরে পজিটিভ এনার্জির মাত্রা বাড়ায় এ ছাড়াও আয় বাড়াতে এর গুণাগুণ জুড়ি মেলা ভার।