রাজা তার খেয়াল খুশিতে কত কিই না করেন। তাদের শখ-ইচ্ছা-আমোদ-আহ্লাদ সবই যেন অন্য রকমের। প্রচলিত আছে, রাজারা নাকি নিজেদের আভিজাত্য প্রকাশ্যের জন্য সোনার থালায় খাবারও খেতেন। আবার বিশ্বে এমনও কয়েক রাজা ছিলেন এবং আছেন যারা নিজেদের সখ মেটাতে সোনার প্রাসাদ বানিয়েছিলেন। এমন রাজার কথা খুব কমই শুনেছেন নিশ্চয়ই। এই কথাগুলি যে কোনো রাজার চরিত্রকে খুব সুন্দরভাবে প্রস্ফুটিত করে।
আজকের প্রতিবেদনে ব্রুনেইয়ের সুলতান সম্পর্কিত যাবতীয় তথ্যের বর্ণনা রয়েছে। ব্রুনেইয়ের সুলতানের নাম হাসানল বলকিয়াহ। এই সুলতান ছিলেন বিপুল ধনসম্পদের অধিকারী। সুলতানের প্রাসাদ রয়েছে ব্রুনের নদীর তীরে। ১৯৮৪ সালে ব্রুনেই ব্রিটিশদের আধিপত্য থেকে মুক্ত হয়। আর তারপরই সুলতান হাসানল বলকিয়াহ সোনার প্রাসাদ তৈরি করেন। শোনা যায়, এই প্রাসাদেই তিনি বসবাস করতেন। এছাড়া এই প্রাসাদে নানারকম প্রশাসনিক কাজকর্মও হয়। প্রাসাদে রয়েছে মোট ১৭০০ টি ঘর, ২৫৭ টি শৌচালয় এবং ৫ টি সুইমিং পুল।
সোনার এই প্রাসাদটির নাম হল ইস্তানা নুরুল ইমান। এই নামের অর্থ বিশ্বাসের আলোর প্রাসাদ। বিশ্বের সবচেয়ে বৃহত্তম এই প্রাসাদটি ২০ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে রয়েছে। তবে এই প্রাসাদটি পুরোটাই সোনায় মোড়া নয়, শুধুমাত্র এই প্রাসাদের চূড়াটিই ২২ ক্যারাট সোনা দিয়ে তৈরি। রমজান মাসের একটি উৎসব উপলক্ষ্যেই সাধারণ মানুষ এই প্রাসাদে প্রবেশ করার সুযোগ পান। আর সেই সুযোগে রমজান মাসের উৎসবে ১ লাখেরও বেশি মানুষ এই প্রাসাদে আসেন। বছরের অনান্য সময় সাধারণ মানুষের এই প্রাসাদে প্রবেশের কোনো অনুমতি থাকে না।
এই প্রাসাদটি ছাড়াও রয়েছে আরও একটি প্রাসাদ। প্রাসাদটির বর্তমান নাম হাউস অব বালকিয়াহ। ওই প্রাসাদটি ১৪ শতকে গড়ে ওঠে। বর্তমানে সেই প্রাসাদটির নাম ঐ রাজপরিবারের নামে হলেও প্রথম থেকে এই নাম ছিল না। আর এই ব্যাপারে ঐতিহাসিকরাও সঠিক তথ্য এবং ধারণা দিতে পারেন না।
বর্তমানে ব্রুনে ২৯ তম সুলতান হাসানাল বলকিয়াহ ক্ষমতায় আছেন। ইনি বিশ্বের অন্যতম একজন ধনী প্রধানমন্ত্রী। গণনা অনুযায়ী ২০০৮ সালে তার সম্পত্তির পরিমাণ ছিল ২ হাজার কোটি ডলার। ব্রুনের বিপুল তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এবং সেখানকার সুলতানের বিপুল সম্পদের উৎস। অনেক ইতিহাসবিদের মতে বর্তমান সুলতান বা প্রধানমন্ত্রীর নামেই বলকিয়াহ প্রাসাদের নামকরণ হয়েছে। তবে পরবর্তীকালে যখন ইস্তানা নুরুল ইমান নামের সোনার প্রাসাদ তৈরি হয়, তখন স্বাভাবিকভাবেই ঐ প্রাসাদ ম্রিয়মান হয়ে পড়ে।
সোনার প্রাসাদ তো রয়েইছে, সেই সাথে সুলতানের ৭ হাজার গাড়ি রয়েছে। যেগুলো রাখার জন্যই রয়েছে ১১০ টি গ্যারেজ। এছাড়া সুলতানের প্রিয় ২২০ টি পোলো ঘোড়ার জন্য শীততাপ নিয়ন্ত্রিত আস্তাবলও আছে। সোনার পাত বসানো বিমানও আছে। ২০১৭ এর ৫ অক্টোবর সুলতান হাসানাল বলকিয়াহ ৫০ বছর পূর্তি উৎসব হয়। এ থেকেই বোঝা যাচ্ছে, কুইন এলিজাবেথের পর এই সুলতান বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করেছেন।