পুনিত রাজকুমারের মৃত্যুতে আতঙ্ক! হার্ট চেকআপে হাসপাতালে ভিড় আবাল-বৃদ্ধ-বনিতার

27
পুনিত রাজকুমারের মৃত্যুতে আতঙ্ক! হার্ট চেকআপে হাসপাতালে ভিড় আবাল-বৃদ্ধ-বনিতার

কিছুদিন আগে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা পুনিত রাজকুমারের হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মাত্র ৪৬ বছর বয়সে এমন পরিণতি মেনে নিতে পারছেন না তাঁর ভক্তরা।

শুধু তাই নয়, তাঁদের মনে ক্রমাগত ভয় চেপে বসছে। পরিসংখ্যান বলছে, গত ২৯ অক্টোবর পুনিতের মৃত্যুর পর থেকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভিড় জমাচ্ছেন কর্ণাটকবাসীরা। সকলেই চাইছেন হৃদযন্ত্র পরীক্ষা করিয়ে নিতে। আগতদের মধ্যে বেশিরভাগই যুবক-যুবতী।

গত এক সপ্তাহে বেঙ্গালুরু-সহ গোটা কর্ণাটকের হাসপাতালগুলিতে রোগীর ভিড় বেড়েছে প্রায় ২০-২৫ শতাংশ। সংখ্যাটা চোখে পড়ার মতো। চিকিৎসকেরা বলছেন, উৎসবের মরশুমে এত মানুষকে স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে তাঁরা কখনও দেখেননি। বেঙ্গালুরুর শ্রী জয়দেব ইনস্টিটিউট অফ কার্ডিওভাসক্যুলার সায়েন্স অ্যান্ড রিসার্চের বহির্বিভাগে বসে ছিলেন ৪৬ বছরের নারায়ণ। সঙ্গে তাঁর এক কাকা।

তিনি বুকে হঠাৎই নাকি চাপ অনুভব করছেন। বলেন, ‘পুনিত স্যারের ঘটনার পর আমি আর কোনও ঝুঁকি নিতে চাইনি। তাই হাসান জেলা থেকে ১৮০ কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি। ভালো চিকিৎসা পাওয়ার জন্যই কষ্ট করে এতদূরে আসা।’

ওই হাসপাতালের অধ্যক্ষ ড. সি এন মঞ্জুনাথ বলেন,”গত তিন-চার দিনে হাসপাতালে রোগীর চাপ অসম্ভব বেড়েছে। আগে প্রতিদিনই আমরা বহির্বিভাগে হাজার জন রোগী দেখতাম। তবে গত ক’দিনে প্রতিদিন প্রায় ১৮০০ জন করে রোগী আসছেন। এতে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের উপর চাপ বাড়ছে।”