তৃণমূলের সহযোগিতা এবং দলের মহিলা কমিটির উদ্যোগে পঞ্চায়েতি সভা

11
তৃণমূলের সহযোগিতা এবং দলের মহিলা কমিটির উদ্যোগে পঞ্চায়েতি সভা

মালদা, ১৮ জানুয়ারি। রাজনৈতিক প্রতিহিংসা নিতেই কেন্দ্রীয় টিমকে পাঠিয়ে আবাস যোজনা তদারকি করা হচ্ছে। অথচ এখনো পর্যন্ত কেন্দ্রের যেসব প্রতিনিধি দল এরাজ্যে এসেছে তাঁরা কিছুই খুঁজে পায় নি। আর পাবেও না। বরঞ্চ মানুষ কোথাও ভাঙ্গন সমস্যা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে।

আবার কোথাও বেহাল জাতীয় সড়কের অবস্থা নিয়েও বিক্ষোভ দেখাচ্ছে। তারপরও উদাসীন কেন্দ্র সরকার । মালদায় পঞ্চায়েতি সভায় যোগ দিতে এসে কেন্দ্রের বিজেপি সরকারের এভাবেই সমালোচনা করলেন রাজ্যের  অর্থ ও স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

বুধবার সকাল ১১ টা নাগাদ পুরাতন মালদা ব্লকের নারায়ণপুর বিএসএফ মোড় এলাকায় জেলা তৃণমূলের সহযোগিতা এবং দলের মহিলা কমিটির উদ্যোগে এই পঞ্চায়েতি সভার আয়োজন করা হয়।

সেখানে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়া উপস্থিত হয়েছিলেন রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী, জেলা মহিলা তৃণমূল কমিটির সভানেত্রী মৃনালীনি মন্ডল মাইতি সহ অন্যান্য নেতৃত্ব।মূলত এদিন পঞ্চায়েতি সভা নিয়েই এই কর্মসূচি গ্রহণ করে তৃণমূলের জেলা নেতৃত্ব।