পাকিস্তানের আর্থিক দুর্দশার প্রভাব ভারতে পরার আশঙ্কা

22
পাকিস্তানের আর্থিক দুর্দশার প্রভাব ভারতে পরার আশঙ্কা

পাকিস্তানের আর্থিক দুর্দশায় এবার হয়ত তার প্রভাব পরতে পারে ভারতেও। কি কি এমন প্রভাব পরবে ভারতে সেটাই এবার বিস্তারিত আলোচনা করা হবে। ভারতের দুই প্রতিবেশী দেশের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়। পাকিস্তান ও শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কটের চিত্র ফুটে উঠেছে অনেক আগেই। তবে শ্রীলঙ্কার থেকে পাকিস্তান এই অর্থনৈতিক চাপে রয়েছে অনেকটাই। দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান দুই দশকের মধ্যে সবথেকে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে ।

পাকিস্তানের অস্তিত্ব সংকট রয়েছে, কারণ অর্হতনৈতিক, রাজনৈতিক সহ উত্ত পশ্চিমাঞ্চলে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার সম্মুখীন হচ্ছে । পাকিস্তানের অর্থের মান নেমে গেছে একেবারে তলানিতে। জ্বালানির দাম আকাশ ছোয়া। সামান্য নাগরিকদের মৌলিক চাহিদা মেটানোই মুশকিল হয়ে দাঁড়িয়েছে সেই দেশের সরকারের। সমস্ত দিক বিচার করে দেখা যাচ্ছে খুবই অবস্থা খারাপ পাকিস্তানের। দেশের মুদ্রাস্ফীতি গত বছরের ডিসেম্বরে দাড়িয়েছিল ২৪.৫%। দেশের সবথেকে খারাপ দিক হল, দেশের সৃষ্টি হয়েছে খাদ্য সংকট। মানুষ আটারদাম বৃদ্ধি পাওয়ার জন্য দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত।

বিশেষ করে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া, সিন্ধু এবং বেলুচিস্তান প্রদেশের অনেক এলাকায় শস্য ও আটার সংকট আকাশ ছোয়া। দেশের সরকার নাগরিকদের মৌলিক চাহিদা মেটাতে অক্ষম একেবারেই। বিশ্বব্যাঙ্ক পাকিস্তানকে দক্ষিণ এশিয়ার দুর্বল অর্থনীতি বলে আখ্যা দিয়েছেন।

এবার এই কঠিন পরিস্থিতির কারণে ভারতের ওপরেও তার প্রভাব পরতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। কারণ পাকিস্তান থেকে উদ্বাস্তুদের ভারতে আগমন ঘটতে পারে। যেমনটা শ্রীলঙ্কার ক্ষেত্রে হয়েছিল। পাকিস্তানের সরকারী কর্মী জানিয়েছেন পিওকের বাসিন্দারা এবার ভারতে যোগ দিতে চাইছে। ফলে ভারতের আইন শৃঙ্খলার সমস্যা দেখা দিতে পারে। পাকিস্তানের অর্থনৈতিক সংকটের ফলে এবার চিনা প্রভাব বৃদ্ধি পাবে, যার ফলে সেই প্রভাব পরোক্ষ হলেও ভারতের ওপরে পরবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।