হঠাৎ করেই হিমালয়ান ব্রাউন বিয়ারের দেখা মিলল কারাকোরাম ন্যাশনাল পার্কে। এই বিরল জাতের ব্রাউন বিয়ারের দর্শনে উচ্ছসিত সকলেই। আর এই বিরল জাতের তুষার ভল্লুকের হেঁটে বেড়ানোর দৃশ্য টুইট করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি টুইট করে লিখেছেন, এইমাত্র বিরল জাতের হিমালয়ান ব্রাউন বিয়ারের দেখা মিলল কারাকোরাম জাতীয় উদ্যানে। এই ব্রাউন বিয়ার ছাড়াও আরও যেসব বিরল জাতের প্রাণী সুরক্ষিত রয়েছে এই ন্যাশনাল পার্কে সেগুলো হলো মার্কো পোলো ভেড়া ও তুষার চিতা।
এদিকে ব্রাউন বিয়ার বাদে যদি মার্কো পোলো ভেড়ার কথা বলা হয়, তাহলে বলতে হয় যখন ত্রয়োদশ শতকের অভিযাত্রী মার্কো পোলো যখন তার একটি বই লিখেছিলেন, সেখানে তিনি এই ভেড়ার নাম দিয়েছিল আরগালি। তবে এই ভেড়াকে মার্কো পোলো ভৈড়া নামেও ডাকা হয়।
বিশেষ করে আফগানিস্তান, পাকিস্তান, চিন, কাজাকিস্তান, কিরগিজস্তান, দেশগুলোতে পাওয়া যায়। এই ভেড়ার সবথেকে আকর্ষণীয় জিনিস হল সুন্দর ও দামী শিং। যেটাই শিকারীদের সবথেকে বেশী নজরে থাকে।
The Himalayan Brown Bear in Pakistan’s just announced Karakoram National Park. Other rare species that will be protected in this National Park will be the Snow Leopard and the magnificent Marco Polo sheep. pic.twitter.com/2jxHaNL6mF
— Imran Khan (@ImranKhanPTI) January 10, 2021