দেশের অর্থ নৈতিক মন্দা নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ

22
দেশের অর্থ নৈতিক মন্দা নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ

একদিকে অর্থসংকট অন্যদিকে বিধ্বংসী বন্যা সমস্ত কিছু নিয়ে যেন নাজেহাল অবস্থা পাকিস্তানের। তবে পাকিস্তানের অর্থ সংকটের জন্য নানান সমস্যায় পড়ছে সাধারণ মানুষসহ পাকিস্তান সরকার। এরকম সময়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

তিনি দুঃখ প্রকাশ করে বললেন,” পাকিস্তানের এইরকম অর্থনৈতিক সমস্যার সময়ে পাকিস্তানকে দেখলে বন্ধু দেশগুলি মনে করেন পাকিস্তান বোধহয় সবসময় অর্থ চাইবে”।

তিনি আরো জানান যে,” তিনি যখন কোন বন্ধু পূর্ণ দেশকে ফোন করেন অথবা সেই দেশে যান তখনই তারা মনে করে যে ভিক্ষা করতে এসেছে। তার প্রশ্ন একটাই যে, ৭৫ বছর পর পাকিস্তানের অবস্থা আজ এরকম কেন? তাহলে কোথায় দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান? ছোট ছোট দেশ গুলিও অর্থনৈতিক দিক থেকে পাকিস্তান কেও ছাড়িয়ে গেছে ৭৫ বছর ধরে শুধু বাটি হাতেই পাকিস্তান ঘুরে বেড়াচ্ছে”।

যদিও মুদ্রাস্ফীতির এইরকম হওয়ার জন্যই সম্পূর্ণরূপে তিনি দায়ী করেছেন ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ সরকারকে। তিনি অভিযোগ করে জানান, খানের সরকার ইন্টার্নেশনাল মনেটারি ফান্ডের সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছে যার ফলে এই বর্তমান সরকারকে নতুন রকম ভাবে নিয়ম-কানুন মেনে চলতে হচ্ছে শর্তপূরণ যদি না করা হয় তবে আইএমএফ তাদের কর্মসূচি প্রত্যাহারের হুমকি দিয়েছে।

দেশের মুদ্রাস্ফীতির কথা উল্লেখ করে তিনি ব্যাখ্যা করে বলেন যে, আমরা যখন এপ্রিলে ক্ষমতায় আসে সেই সময় পাকিস্তানের শেষের দোরগোড়ায় কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশকে ঋণখেলাপির হাত থেকে বাচিয়েঁছে। এখন দেশের অর্থনৈতিক অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে।