ভারতীয় ৬ জন মৎস্যজীবীকে অপহরণ করলো পাকিস্তান

60
ভারতীয় ৬ জন মৎস্যজীবীকে অপহরণ করলো পাকিস্তান

ভারত পাকিস্তান সীমান্তের পাশাপাশি এবার উপকূলবর্তী অঞ্চলেও সন্ত্রাস চালাচ্ছে পাকিস্তানি সেনা। ভারতীয় মৎস্যজীবীদের একটি নৌকাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালালো পাকিস্তানের সেনাবাহিনী। গত রবিবার পাকিস্তান মেরিন ১টি ভারতীয় মৎস্যজীবীদের বোট আর ৬ জন মৎস্যজীবীকে অপহরণ করেছে বলে জানা গিয়েছে।

গুলির আঘাতে একজন মৎস্যজীবী মৃত্যু হয়েছে এবং বাকিদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে দ্বারকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও বহুবার সীমান্তবর্তী অঞ্চলে এমনভাবে নিরীহ মৎস্যজীবীদের উপরগুলি চালিয়েছে পাকিস্তান।

ভারত পাকিস্তান সীমান্ত ছাড়াও সামুদ্রিক সীমান্তেও মাঝেমধ্যেই এমন বর্বরোচিত কান্ড ঘটে। গত বছরের এপ্রিল মাসেও গুজরাটের সামুদ্রিক এলাকায় বর্ডারের পাশে পাকিস্তান দুটি বোটে গুলি চালিয়েছিল। ওই সময় বোটে আট জন মৎস্যজীবী ছিলেন।

ভারতীয় মৎস্যজীবীরা রেডিওর মাধ্যমে ভারতীয় কোস্ট গার্ডকে এই ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল করেছিলেন। এরপরই কার্যত ভারত পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। পাকিস্তান সেই খবর স্বীকার করে নেয় এবং শেষমেষ দুই মাসের মাথায় ভারতের দুটি বোট ফিরিয়ে দিতে রাজি হয়।