বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে বন ও বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে পথযাত্রার আয়োজন করলো দার্জিলিং জেলা পুলিশ এবং বিধান নগর থানার পুলিশ।
এদিন এই পথযাত্রাটি শুরু হয় বিধান নগর থানার সামনে থেকে। এরপর বিধাননগর এলাকার বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষ হয় বিধাননগর থানার সামনে এসেই।
এদিন এই পদযাত্রায় পা মেলেন এসজেডিএর বোর্ডের সদস্য কাজল ঘোষ,নকশালবাড়ি সার্কেলের সিয়াই সুদীপ্ত সরকার, বিধাননগর থানা ভারপ্রাপ্ত ওসি অনির্বাণ নায়ক, বিধান নগর ট্রাফিক গার্ডের ওসি জনার্দন যাদব, পুলিশ কর্মী ও সমাজকর্মী বাপন দাস সহ এলাকার বিশিষ্টরা।