মালদা, ২৬ জুন : বিশ্ব মাদকবিরোধী দিবসে রবিবার সন্ধ্যায় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে একটি পথনাটিকার আয়োজন করা হয়। এর পাশাপাশি জেলার নেশা মুক্তি কেন্দ্রের কর্মকর্তাদের সংবর্ধনা জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
যুবসমাজ আসক্ত হয়ে পড়ছে বিভিন্ন নেশায়। সাধারণ মানুষকে সচেতন করার জন্য ইংরেজ বাজার থানার পুলিশের পক্ষ থেকে সচেতন মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন, মালদা জেলা ডিএসপি (হেডকোয়ার্টার) প্রশান্ত দেবনাথ, ইংরেজবাজার থানার আইসি আশিস দাস, বিশিষ্ট চিকিৎসক ডা: সমর দাস,ডা: সুমন কুন্ডু সহ অন্যান্য পুলিশ অফিসার ও বিভিন্ন নেশা মুক্তি কেন্দ্র কর্মকর্তারা।
এদিন সন্ধ্যায় সাধারণ মানুষকে সচেতন করতে একটি পথনাটিকার আয়োজন করা হয়।