সহজেই মহাকাশে ঘুরতে যেতে পারবেন সাধারন মানুষঃ ইসরো

4
সহজেই মহাকাশে ঘুরতে যেতে পারবেন সাধারন মানুষঃ ইসরো

দেশ-বিদেশে তো অনেক ঘুরেছেন, এবার মহাকাশে ঘোরার প্রস্তুতি নিন। কারণ আর বেশি নয় মাত্র আট বছরের মধ্যেই আপনি সহজেই মহাকাশে ঘুরতে যেতে পারবেন। এটা কিন্তু যার তার কথা নয়, একেবারে ইসরোর আধিকারিকদের পক্ষ থেকে এমনটা বলা হয়েছে।

আগামী ২০৩০ সালের মধ্যেই আপনি মহাকাশে ভ্রমণ করতে যেতে পারবেন। বর্তমান ঈশ্বর চেয়ারম্যান এস সোমনাথ সম্প্রতি এই কথা জানিয়েছে। তিনি বলেছেন, স্পেস টুরিজম নিয়ে অনেক আগের থেকেই পরিকল্পনা চলছিল। যেটা নিয়ে অনেকটাই এগিয়েছে তারা, শুধু তাই নয় ইতিমধ্যেই টিকিট মূল্য নির্ধারণ করা হয়ে গেছে।

এখানেই শেষ নয় ইসরোর চেয়ারম্যান আরো বলেছেন, আগামী কিছু বছরের মধ্যেই সাধারণ মানুষ নিজেদের মহাকাশচারী হিসেবে বিবেচনা করতে পারবেন। বিশ্বে ব্লু অরিজিন, ভার্জিন গ্যালাকটিক যে সংস্থাগুলি মহাকাশে ভ্রমণ করায়, সেই হিসেবেই টিকিটের মূল্য নির্ধারণও করা হয়েছে। একটি টিকিটের দাম ৬ কোটি টাকা হিসেবে রাখা হয়েছে। স্পেস ট্যুরিজমের পরিকল্পনা মাফিক কাজ অনেক দূর এগিয়েছে। যেটা আগামীতে আরও বেশী অগ্রসর হবে। তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, রকেটে করে সমুদ্রপৃষ্ঠ থেকে কত উচ্চতায় নিয়ে যাওয়া হবে পর্যটকদের? তবে অনুমান করা হচ্ছে ১০০-৪০০ কিমি পর্যন্ত উচ্চতায় নিয়ে যাওয়া হতে পারে।