কেন্দ্র পেট্রোপণ্যের উপর থেকে শুল্ক কমাতেই চাপ বাড়ল বিজেপি বিরোধী রাজ্য গুলির

18

পেট্রোল এবং ডিজেলের ক্রমাগত দামবৃদ্ধির পর এবার অবশেষে মূল্য নিয়ন্ত্রণের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। দীপাবলি উপলক্ষে কেন্দ্রের তরফ থেকে পেট্রোল এর উপর 5 টাকা এবং ডিজেলের উপর 10 টাকা শুল্ক কমানো হয়েছে। এর পরেই কার্যত বিজেপি শাসিত নয়টি রাজ্য একইসঙ্গে পেট্রোপণ্যের উপর থেকে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বিজেপির এই পদক্ষেপ নিঃসন্দেহে বিরোধীদের উপর চাপ বাড়িয়েছে।

শুল্ক কমানো সংক্রান্ত ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপি শাসিত রাজ্যগুলি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার থেকে এই দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রের ছাড় ঘোষণা করার পর পেট্রোল এবং ডিজেলের দাম লিটার প্রতি আরও সাত টাকা কমালো অসম, ত্রিপুরা, মনিপুর, কর্ণাটক এবং গোয়া। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন পেট্রোলের মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট লিটার প্রতি দুই টাকা কমানো হবে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরও জানিয়েছেন যে তার সরকার পেট্রোল এবং ডিজেলের উপর ভ্যাট কমিয়ে দেবে। পেট্রোল এবং ডিজেলের উপর থেকে করের বোঝা কমানোর পর থেকে কার্যত বিরোধীদের উপর চাপ বৃদ্ধি করেছে বিজেপি। কেন্দ্রের মিডিয়া সেলের ইন-চার্জ অমিত মালব্য টুইট বার্তায় লিখেছেন, ভারত সরকার পেট্রোল এবং ডিজেলের উপর শুল্ক কাটছাঁট করেছে।

তিনি প্রশ্ন তুলেছিলেন, বিরোধীদের ক্ষমতায় থাকা রাজ্যগুলিও কি এবার শুল্ক কমানোর পথে হাঁটবে? বিরোধী রাজ্য কটি এরপর কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার।