আগামী ১০ ই মে হতে চলেছে কর্ণাটক বিধানসভা নির্বাচন, আর এটি এক দফায় ভোট হবে এটাই জানিয়েছে নির্বাচন কমিশন। আর ১৩ ই মে সেই ভোটের ফয়ালফল ঘোষনা করা হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে কর্ণাটকে ভোটের প্রতিযোগিতার কথা যদি বলা যায়, তাহলে সেই লড়াই অনেকটাই আকর্ষণীয় হতে চলেছে।
আপাতত কর্ণাটকে বিজেপি শাসন চললেও, অন্তর্কলহ রয়েছে দলে। বিশেষ করে বি এস ইয়াদুরাপ্পার কেমন ভূমিকা থাকে সেটাই দেখার। কারণ তার ওপর নির্ভর করছে লিঙ্গায়েত ভোটব্যাঙ্ক। আর এটাই যেটা কর্ণাটকের ভাগ্য নির্ধারণ করে। কর্ণাটকে সেই ভোট ব্যাঙ্কের গুরুত্ব অপরিসীম। কর্ণাটক সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইয়েদুরাপ্পাকে একাধিক বার কাছে টেনে নিয়েছে, ৬ বারের মতো কর্ণাটকে গিয়েছেন প্রধানমন্ত্রী।
শেষবারের মতো বিধানসভা নির্বাচন হয়েছিল কর্ণাটকে ২০১৮ সালে। ২৭ মার্চে ভোটের নির্ঘন্ট ঘোষণা করা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আর ১২ মে সেখানে ভোট হতে চলেছে, ১৫ মে ফল্প্রকাশ হয়েছিল। সেই ফল আমাদের সবার জানা ১০৪ টি সন পেয়েছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল ৭৮ টি আসন। জেডি এস পেয়েছিল ৩৭ টি আসন। এবার দেখার এবছর কার ঝুলিতে কত আসন যায়?