জঘন্য রাজনীতির শিকার হতে হল চট্টগ্রাম মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়াকে। ছাত্রলীগের সদস্য হওয়ার মাসুল চোকালেন তিনি। তাকে মারধোর করে তার মাথার খুলি ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেল একদল দুষ্কৃতী। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে জীবন-মরণের লড়াই লড়ছেন। তার অবস্থা অত্যন্ত গুরুতর।
চিকিৎসকেরা ওই পড়ুয়ার সার্জারি করিয়েছেন বলে জানা গিয়েছে। তবে এই মুহূর্তে তার মাথাতে নেই কোনো খুলি। তার মাথার হাড় খুলে আপাতত তার পেটের চামড়ার ভেতর ঢুকিয়ে রাখা হয়েছে। সার্জারির পর আরেকটি সার্জারি করে সেটিকে আবার তার মাথার ভেতর ঢুকিয়ে দেওয়া হবে। তাই সকলকে সতর্ক করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই পড়ুয়ার মাথাতে যেন আঘাত না লাগে।
সেই উদ্দেশ্যে তার মাথার ব্যান্ড যে লিখে দেওয়া হয়েছে যে তার মাথায় এখন কোনো হাড় নেই। তাই কেউ যেন সেখানে চাপ না দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ সকলকে সতর্ক করে দেওয়ার উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করেছে। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। দৃশ্য দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।
যতদূর জানা যাচ্ছে, রাজনৈতিক হিংসার শিকার হয়েছে ওই মেধাবী ছাত্রটি। একদল দুষ্কৃতী এসে তাকে ব্যাপক মারধর করে। তাকে মেরে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর ওই পড়ুয়ার বন্ধুরা তাকে ওই অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে আসে। ওই পড়ুয়ার দ্রুত সুস্থতা কামনা করছেন নেটিজেনরা।
এই কেমন জঘন্য রাজনীতির ফল !!?
খুবই হৃদয়বিদারক ঘটনা ? গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এই হতভাগা ছেলেটির অবস্থা সংকটাপন্ন।
চট্টগ্রাম হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত মাহাদি আকিবকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। pic.twitter.com/bYf4W77mQz— Mr. Md. Saif – ??-??-???? (@Md_Saif1999) October 31, 2021