প্রায়শই বিড়ালের কান্না শুনতে পান? জানুন বিড়ালের এই কান্নার অর্থ সম্পর্কে

13
প্রায়শই বিড়ালের কান্না শুনতে পান? জানুন বিড়ালের এই কান্নার অর্থ সম্পর্কে

মা ষষ্ঠীর বাহন বিড়াল কিন্তু তার কান্নার আওয়াজে অশুভ ইঙ্গিতই বয়ে আনে বলেই প্রচলিত বিশ্বাস। তারও আগে প্রশ্ন বিড়াল কান্না আদৌ কি তার কোন অস্তিত্ব আছে? মানে যে ডাককে আমরা বিড়ালের কান্না বলে জেনে থাকি সেটা আদৌ কি বিড়ালের কান্নার শব্দ? আমরা প্রায়শই শুনতে পাই বিড়ালের কান্না, নির্জন দুপুরে বা রাতের অন্ধকারে নির্জন স্থানে এদের দেখা যায়, যেখানে তাদের কান্নার আওয়াজ ভেসে এলেই আমাদের বুক কেঁপে ওঠে। আজ আমরা আলোচনা করব বিড়ালের এই কান্নার অর্থ সম্পর্কে।

তন্ত্রসাধার সঙ্গে বিড়ালের ওতপ্রোত যোগ আছে বলেই প্রচলিত বিশ্বাস। তাই আজোও কালো বিড়ালকে অশুভ বলেই মনে করা হয়।

বিড়ালে বিড়ালে লড়াইয়ে চিত্র আমাদের কাছে অত্যন্ত পরিচিত। তবে এর অর্থ অত্যন্ত গভীর। মনে করা হয় বাড়ির মধ্যে এই লড়াই দেখা গেলে পরিবারে অর্থ কষ্টের ইঙ্গিত বলেই ধরা হয়।

রাস্তার বাঁ দিক দিয়ে বিড়াল রাস্তা পার করলে অত্যন্ত অশুভ। এমনকি কাজে বিঘ্ন ঘটার আশঙ্কা বলে মনে করা হয়।

অনেকে বিড়ালের কান্নার সাথে অশরীরী যোগ সূত্র স্থাপন করে থাকেন। এমনকি বিড়ালের ডাককেও ভৌতিক কার্যকলাপের সঙ্গে নিবিড় যোগ রয়েছে প্রচলিত বিশ্বাস ।

তবে বিড়ালের কান্নার আওয়াজে শুধু যে অশুভ দিক রয়েছে তা নয় কিছু শুভ দিকও রয়েছে যেমন মনে করা হয় দীপাবলির দিনে ঘরে বিড়ালের আগমন শুভ বার্তা বয়ে আনে। যে কোন বিষয়েরই শুভ অশুভ দুটি দিকে রয়েছে নির্ভর করে আমরা কোনটিকে মান্যতা দেব।