পূণ্যার্থীদের সুবিধার্থে মালদা ঝলঝলিয়া এলাকায় দুটি ছট ঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন

41
পূণ্যার্থীদের সুবিধার্থে মালদা ঝলঝলিয়া এলাকায় দুটি ছট ঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন

মালদা,১০ নভেম্বর : মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় দুটি ছট ঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন।

বুধবার দুপুর আড়াইটা নাগাদ মালদা শহরের ঝলঝলিয়া গয়েশপুর এলাকায় পুণ্যার্থীদের জন্য মহানন্দা নদী তীরবর্তী দুটি ঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার পুরো প্রশাসক সুমালা আগারওয়ালা, ২৬ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর অঞ্জু তিওয়ারি, ২২ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর নরেন্দ্রনাথ তিওয়ারি, মালদা রেল ডিভিশন এর সিনিয়র ডিসিএম পবন কুমার সহ অন্যান্য অতিথিরা।

পূণ্যার্থীদের সুবিধার্থে মহানন্দা নদীর ঘাটে বালির বস্তা ফেলে সংস্কার করা হয়। এর পাশাপাশি আলো এবং ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারির ব্যবস্থা করা হয় ঘাট গুলিতে।