অভিনয় জগতে ফের আরেকবার মৃত্যু শোক। গত ভোজপুরি ইন্ডাস্ট্রির একটি অভিনেত্রীর আত্মহত্যার খবর সামনে এসেছিল, সেই খবর পুরোনো হতে না হতেই আরেক অভিনেত্রীর আত্মহত্যার খবর শোনা গেল, যা সত্যিই দুঃখজনক। গত কয়েক বছর থেকে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিভিন্ন অভিনেতা অভিনেত্রী নিজেদের ব্যক্তিগত কারণ হোক বা অন্যান্য কারণের জন্য আত্মহত্যা করছে। অনেকের কারণ হয়তো জানা যাচ্ছে আবার অনেকের কারণ চাপা পড়ে থাকছে।
সম্প্রতি এমনই একটি খবর সামনে এসেছে। ওড়িশা ফিল্ম ইন্ডাস্ট্রির এক অভিনেত্রী ও গায়িকা নিজের আত্মীয় বাড়িতে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। অভিনেত্রীর নাম জানা যাচ্ছে রুচিস্মিতা গুরু। আত্মীয়ের বাড়ির একটি ঘরে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়েছে। হঠাৎ করে কোন কারণের জন্য তাকে এই সিদ্ধান্ত নিতে হলো সেটাই জানার চেষ্টা করছে পুলিশ। কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে । কোন কারণের জন্য ? এমনটা করতে বাধ্য হয়েছে অভিনেত্রী।
ইতিমধ্যে দেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, স্বাভাবিকভাবেই এই খবর ওড়িশী ফিল্ম ইন্ডাস্ট্রির উপর প্রভাব ফেলেছে অনেকটাই। একের পর এক অভিনেতা অভিনেত্রী এই ধরনের কঠিন পদক্ষেপ নিচ্ছে, তাহলে কি তাদের পিঠ একেবারে দেওয়ালে ঠেকে গেছে? না এমন কোন কাজের সাথে তারা জড়িয়ে পড়ছে যার ফলে তাদের এই সিদ্ধান্ত নিতে হচ্ছে? সবটাই এখন ধোঁয়াশার মধ্যে। পুলিশ নিয়ম মেনে তদন্ত চালাচ্ছে অনুমান করা হচ্ছে সত্যিটা সামনে আসবেই।।