পুরনো গাড়ি চালানোর সময়সীমা বাজেটে বলে দিলেন নির্মলা সীতরামন!

9
পুরনো গাড়ি চালানোর সময়সীমা বাজেটে বলে দিলেন নির্মলা সীতরামন!

কেন্দ্রীয় সরকার দূষণ কমাতে পুরনো গাড়ি বাতিলের সিদ্ধান্ত আগেই নিয়েছিল। এবারে সেই খাতেই বাড়ানো হল বরাদ্দ। অর্থমন্ত্রী নির্মলা সীতরামন পুরনো গাড়ি বাতিল করার উপর এই বছর বিশেষভাবে জোর দিলেন ।

২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে পুরনো গাড়ি বাতিলের জন্য বিশেষ বরাদ্দের কথা উঠে এল তাঁর ভাষণে। প্রকল্পটিতে বড় অঙ্ক বরাদ্দের কথা জানান নির্মলা। এদিনের বক্তৃতায় নির্মলা বলেন, ২০২১-২২ অর্থবর্ষের পুরনো গাড়ি বাতিল প্রকল্পে আগামী অর্থবছরে কেন্দ্রের তরফে আরও বেশি বরাদ্দ করা হবে।

এছাড়াও রাজ্য সরকারগুলিকে এই ব্যাপারে সাহায্য করবে কেন্দ্র। পুরনো গাড়ির পাশাপাশি পুরনো সরকারি অ্যাম্বুলেন্সও এই ধাপে বাতিল করা হবে বলে জানান অর্থমন্ত্রী।