আমরা বহু গাছের ফুল এবং পাতা পুজোর কাজে ব্যবহার করে থাকি। আমরা হিন্দু, আমাদের ৩৩ কোটি দেবতা রয়েছেন। তাদের মধ্যে কেউ বেল ফুলেই সন্তুষ্ট হন কেউ বা জবা ফুলে। আজকে তেমনি একটি গাছের কথা আমরা বলব যা, বাড়িতে রেখে দিলে খুব তাড়াতাড়ি নেগেটিভ এনার্জি দূর হয়ে গিয়ে বাড়িতে আসবে সুখ এবং শান্তি। যে কোন অভাব দূর হয়ে গিয়ে টাকার বর্ষণ শুরু হবে আপনার বাড়িতে।
জ্যোতিষশাস্ত্র মতে, অপরাজিতার এমন কিছু অলৌকিক গুণ রয়েছে, যা দ্বারা আপনার দুর্ভাগ্য সহজেই পাল্টে যেতে পারে সৌভাগ্য তে। এই গাছের ডাল, পাতা এবং ফুল নানা অলৌকিক গুনাগুন ধারণ করে। বাস্তু অনুসারে, অপরাজিতা বাড়ি থেকে সব রকম বাস্তুদোষ দূর করে দিতে পাড়ে।এছাড়াও আপনার জীবন থেকে অর্থ কষ্ট দূর হতে পারে অপরাজিতা গাছের ডাল থেকে।
যেকোনো পূর্ণিমার দিন অপরাজিতা গাছের একটি ডাল ভেঙে নিয়ে বাড়িতে নিয়ে আসুন। পূর্ণিমা চলাকালীন চাঁদের দিকে তাকিয়ে এই ডাল ভাঙতে হবে আপনাকে। ডালটি ভেঙে নিয়ে আপনার আলমারি অথবা মানিব্যাগে সযত্নে রেখে দিন। মা লক্ষ্মীর কৃপা আপনার জীবন থেকে কখনো সরে যাবেনা।
কিন্তু মনে রাখবেন যে, এই ডাল ভাঙ্গার সময় যাতে কারো না নজর আপনার ওপর না পরে। তাহলে আপনার ডাল ভাঙ্গা শুধুমাত্র ব্যর্থ হবে। কোন সুফল পাবেন না আপনি। তবে সবকিছুই নির্ভর করে শুধুমাত্র বিশ্বাসের ওপর। কথাতেই আছে যে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই মনে যদি বিশ্বাস থাকে তাহলে আজই করুন এই কাজ, আর হাতে নাতেই পেয়ে যান এর সুফল।