সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্ট এলাকা গাড়ির ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম আশুতোষ মন্ডল(৪৮)।
সে উত্তর দিনাজপুর জেলার আদরাগুরীর বাসিন্দা। জানা ওই ব্যক্তির প্রতিদিনের মতো এদিনও রাস্তা দিয়ে হাঁটছিল ঠিক তখনই চোপড়ার দিক থেকে আসা একটি গাড়ি স্বজরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
এরপর চালক গাড়ি রেখে পালিয়ে যায়। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে। ঘাতক গাড়িটি আটক করা হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।