মঙ্গলবার মা মঙ্গলচণ্ডী ব্রত পালনে জীবন হয়ে উঠে সুখময়! জানুন নিয়ম

30
মঙ্গলবার মা মঙ্গলচণ্ডী ব্রত পালনে জীবন হয়ে উঠে সুখময়! জানুন নিয়ম

দেবী মঙ্গলচণ্ডী আমদের মঙ্গল করে থাকেন। যে কোনও কাজ করতে গেলে বাধা পেরিয়ে সাফল্য আসে এবং সংসারের সুখ শান্তি বজায় থাকে মনোস্কামনা পূর্ণ হয়। তাই মঙ্গলবার মা মঙ্গলচণ্ডী ব্রত পালন করা হয়।

হিন্দু শাস্ত্রে কথিত আছে প্রতি মঙ্গলবার ভক্তিভরে মা মঙ্গলচণ্ডী পুজো অর্চনা করলে সারা জীবন আর কোনো কষ্ট থাকে না। তবে শুধু মঙ্গল চণ্ডীর পুজোয় নয় পুজোর সঙ্গে একটি মন্ত্র পাঠ করা অবশ্যই দরকার। তা না হলে ব্রত সম্পূর্ণ হয় না

আর সেই মন্ত্রটি হল-‘‘ওঁ যৈষা ললিতকান্তাখ্যা দেবীমঙ্গলচণ্ডীকা ।বরদা ভয়হস্তা চ দ্বিভুজা গৌরদেহিকা ।রক্তপদ্মাসনস্থা চ মুকুটোজ্জ্বলমণ্ডিতা ।রক্তকৌষেয় বস্ত্রা চ স্মিতবক্ত্রা শুভাননা ।নবযৌবনসম্পন্না চার্বাঙ্গি ললিতপ্রভা ।।