ভারতে প্রায় 33 লক্ষেরও বেশি শিশু অপুষ্টির শিকার! জানালো কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক

30
ভারতে প্রায় 33 লক্ষেরও বেশি শিশু অপুষ্টির শিকার! জানালো কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক

ভারতবর্ষের প্রায় 33 লক্ষেরও বেশি শিশু অপুষ্টির শিকার। আরটিও আইনের আওতায় আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। এই সংখ্যার মধ্যে অর্ধেকেরও বেশি শিশু গুরুতর অপুষ্টির শিকার। মহারাষ্ট্র, বিহার এবং গুজরাটে অপুষ্টির শিকার শিশুদের সংখ্যা বেশি।

করোনাকালে এমনিতেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী তরফ থেকে সতর্ক করে জানানো হয়েছে করোনাকালে অপুষ্টি এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আগের তুলনায় অনেক বেড়েছে। সরকারের রিপোর্ট অনুসারে গত ১৪ অক্টোবর পর্যন্ত গুরুতর অপুষ্টির শিকার শিশুদের সংখ্যাটা প্রায় ১৭ লক্ষ ৭৬ হাজার ৯০২ এবং মাঝারি তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যাটা প্রায় ১৫ লক্ষ ৪৬ হাজার ৪২০।

ভারতবর্ষের ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যাটা প্রায় ৩৩ লক্ষ ২৩ হাজার ৩২২টি। ‘চাইল্ড রাইটস অ্যান্ড ইউ’ সংস্থার সিইও পূজা মারওয়াহা এ বিষয়ে জানালেন করোনা অতিমারি ভারতের আর্থসামাজিক ক্ষেত্রে এমন গুরুতর প্রভাব ফেলেছে যে পরিস্থিতি আরো খারাপ হয়েছে।