গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গোলাগুলিতে দুপক্ষেরই ১০ জনের বেশি আহত!

29
গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গোলাগুলিতে দুপক্ষেরই ১০ জনের বেশি আহত!

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের ইসলামপুরে চলল গুলি। ভর সন্ধ্যায় এই গুলির লড়াইতে আহত হয়েছেন দুপক্ষের অন্তত ১০ জন। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার দখলকে কেন্দ্র করে দুই রাজনৈতিক প্রভাবশালী পরিবারের বিবাদ নতুন কিছুই নয়। প্রায়ই চলতে থাকে দুপক্ষের ঝামেলা। কার্যতই সোমবারও ঘটে একই ঘটনা।

এলাকার দখল কার হাতে থাকবে তা নিয়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় চলে ছররা গুলি। গুলিতে আহত হওয়া ১০ জনের মধ্যে ৫ জন একই পরিবারের বলেই জানা যাচ্ছে। আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যাচ্ছে, ওই এলাকায় দায়মুল হক এবং খোলাই প্রধান নামে দুই তৃণমূল নেতার অনুগামীদের মধ্যে অহি নকুল সম্পর্ক। প্রায়ই উত্তেজনা লেগে থাকে এলাকায়। গোলাগুলি, বোমাবাজিও নতুন কিছুই নয়।গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গোলাগুলিতে দুপক্ষেরই ১০ জনের বেশি আহত!

স্থানীয় গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দায়মুল হক। অন্যদিকে এককালে সিপিএম করলেও বর্তমানে শাসকদলেরই স্বঘোষিত নেতা খোলাই প্রধান। এই গোলাগুলিতে দুপক্ষেরই ১০ জনের বেশি আহত হন।

তাঁদের মধ্যে দায়মুল হকের গোষ্ঠীর এক পরিবারের ৫ জন আহত হয়েছেন ঝাঁঝরা হয়ে গিয়েছে এক যুবকের বুক, মুখ।