আজকাল সন্ধ্যে হওয়া মানেই মা কাকিমাদের সিরিয়াল দেখার সময় হয়ে যায় তারা সেই সময়টা অন্য কিছু করতেই চায় না। একেবারে টিভির সামনে বসে পড়েন। আর জি বাংলায় যদি মিঠাই হয় তাহলে তো কোনো কথাই নেই। এই মিঠাই এমন একটা সিরিয়াল যেটা দু বছর পরেও এতটুকু জনপ্রিয়তা কমেনি। মাঝে টিআরপি কমে গেলেও আবার নিজের জায়গায় ফিরে এসেছে মিঠাই।
প্রতিদিন মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তা এত বেড়েছে যে চ্যানেল এই সিরিয়ালটিকে বন্ধ করতে পারছে না। মিঠাইয়ের জনপ্রিয়তা শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই, বিদেশেও ছড়িয়েছে।
জানা যাচ্ছে, মিঠাইয়ের গল্প এতটাই সুন্দর যে এর আগে বাংলার বাইরে গোটা দেশে ছড়িয়ে পড়েছে ধারাবাহিকটি। হিন্দি, তেলেগু, তামিল, ওড়িশার কোথাও ডাবিং কোথাও আবার রিমেক হচ্ছে মিঠাইয়ের। মিঠাইয়ের মুকুটে সম্প্রতি নতুন একটি পালক জুড়ে গেল। সিরিয়ালটি বর্তমানে আফ্রিকাতেও সম্প্রচারিত হচ্ছে।
এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে সব দেশের মানুষ সব ধরনের ভিডিও দেখেন। সেভাবেই আফ্রিকাতেও মিঠাইয়ের জনপ্রিয়তা পৌঁছে গেছে।
সম্প্রতি এক মিঠাই ভক্ত সোশ্যাল মিডিয়াতে এই সুখবর শেয়ার করেছিলেন। এই খবরটা নিঃসন্দেহে মিঠাই ভক্তদের জন্য অনেক বড় একটা সুখবর। গর্বে তাদের বুক ভরে যাচ্ছে। সেখানে দারুণ ফেমাস হয়ে উঠেছে সিধাই জুটি। এই দেশের মানুষের জন্যও এই খবরটি যথেষ্ট গর্বের। যেখানে অনেক নতুন নতুন সিরিয়াল ৬মাস চলতে না চলতেই বন্ধ হয়ে যাচ্ছে সেখানে মিঠাই জুটি এত লোকের প্রশংসা পাচ্ছে সেটায় যথেষ্ট আনন্দিত মিঠাই ভক্তরা।