ফুটবল বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি এক মাস আগেই। ফুটবল ইতিহাসের সেরা ড্রিবলার। তবে তিনি দুর্বল শৈশব থেকেই। তবে স্কিল স্রেফ স্কিল নির্ভর ফুটবলে শৈশব থেকেই নাকানিচোবানি খাওয়াতেন বয়সে বড় ফুটবলারদের।
সেই কারণে বাচ্চা থেকেই মেসির ডাকনাম হিসাবে বন্ধুরা জুড়ে দেয় ‘মাছি’। ‘ফ্লি’, ‘লা পুলগা’ নামে একদম কেরিয়ারের শুরু থেকেই ডাকা হতে থাকে মেসিকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে মেসিকে দেখা যাচ্ছে বিশ্বের সেরা সেরা ডিফেন্ডারদের নিয়ে ছেলেখেলা করতে।
‘ফুটবলজ্যান-১০’ নামের সেই টুইটার একাউন্ট থেকে পোস্ট করা সেই ভিডিও রীতিমত ভাইরাল। এঞ্জার্সের বিরুদ্ধে প্ৰথম খেলতে নেমেই দুজন ডিফেন্ডারদের মধ্যে থেকে অল্প জায়গা পেয়েই স্কিলের বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছেন।
বিশ্বকাপের পর পিএসজির জার্সিতে এঞ্জার্স ম্যাচেই গোলের দেখা পেয়েছেন এলএমটেন। মাঠে নেমেই মাত্র ৫ মিনিটে প্রভাব ফেলে গিয়েছিলেন মেসি।
— Pique SZN (@piqueunitedszn) January 26, 2023