গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মাটিগাড়ার খাপরাইল মোড় এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। এরপর সেখান থেকে নিষিদ্ধ ইনজেকশন সহ একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম বিবেক শা। সে মাটিগাড়া এলাকাই বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে ১১৭ নিষিদ্ধ ইনজেকশন উদ্ধার হয়েছে। সোমবার ধৃতকে শিলিগুড়ি আদালতের তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।