খুব তাড়াতাড়ি বাজারে আসছে মারুতির নয়া মডেল

13
খুব তাড়াতাড়ি বাজারে আসছে মারুতির নয়া মডেল

দেশের সবচেয়ে বড় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজুকি-র নতুন SUV গাড়ি Fronx খুব তাড়াতাড়ি বাজারে আসছে। সম্প্রতি শেষ হওয়া Auto Expo 2023 গাড়ি মেলায় এই মডেল প্রদর্শন করেছিল।

জানা গিয়েছে, নতুন গাড়িটির বিক্রি আগামী মার্চ মাস থেকে শুরু করবে Maruti। Baleno এর উপর ভিত্তি করে তৈরি এই SUV এর মূল প্রতিদ্বন্দ্বী তালিকায় রয়েছে Tata Punch, Renault Kwid এবং Nissan Magnite এর মতো একাধিক জনপ্রিয় নাম। অনেকটা কূপ ডিজাইনের দেখতে এই গাড়িতে দেখা যেতে পারে নেক্সাওয়েভ গ্রিল এবং কালো রঙের নতুন ফ্রন্ট ফেসিয়া। যা অবশই এই সেগমেন্টে বড় চমক।

এছাড়াও এটি মারুতি সুজুকির প্রথম গাড়ি যেখানে সমগ্র টেইলগেট জুড়ে LED লাইটিং দেখা যাবে। চালকদের সুবিধার্থে এই গাড়ির কেবিনে লুকে থাকবে 9 ইঞ্চির ইনফোমেন্ট সিস্টেম।

এর রয়েছে 360 ডিগ্রি ক্যামেরা, 6 স্পিকার Arkamy মিউজিক সিস্টেম, ওয়্যারলেস ফোন চার্জার, প্যাডেল সিফটার, Android Auto, Apple CarPlay সাপোর্ট। আরামের জন্য মিলবে হেড আপ ডিসপ্লে। তবে সানরুফ এবং ভেন্টিলেটেড ফ্রন্ট সিটের মতো ফিচার থেকে বঞ্চিত থাকতে হবে গ্রাহকদের।