অবশেষে নতুন ফাইভ ডোর জিমনি লঞ্চ করল মারুতি সুজুকি। দিল্লিতে Auto Expo 2023 ইভেন্ট থেকে গোটা দুনিয়ার সামনে এই ফোন নিয়ে এসেছে । পিছনের সিটের জন্য ২টি দরজা না থাকায় ফ্যামিলি গাড়ি হিসাবে এই গাড়ি ব্যবহার করা খুব বেশি প্র্যাকটিকাল ছিল না। ফলে ইচ্ছা থাকলেও অনেকে জিমনি কিনতে পারতেন না।
মারুতি সুজুকি সেই দিকেই নজর দিয়েছে । আর সেই কারণেই জিমনির নতুন পাঁচ ডোরের মডেল আনল সংস্থা। মারুতি জিমনির এই নয়া রূপেও সাধারণ জিমনির মতো ফিল রয়েছে। নিও রেট্রো লুক, বড় ফেন্ডার, বক্সি ফিনিস, স্ট্রেট লাইন- সব মিলিয়ে গাড়িটি দেখলেই একটা অফরোড ফিল আসে।
জিমনির এই ভার্সানে রঙের অপশনও অনেক। মোট ৭টি রঙের অপশন রয়েছে। সেই সঙ্গে দুইটি ডুয়াল ডোন অপশনও রয়েছে। ফ্যামিলি গাড়ি হিসাবে বিক্রি করতে গেলে ইন্টিরিয়রে নজর দিতেই হবে। সেক্ষেত্রেও ত্রুটি রাখেনি মারুতি।
৯ ইঞ্চির স্মার্ট প্লে প্রো প্লাস ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। সারাউন্ড সেনস সহ উন্নত মানের সাউন্ড সিস্টেম রয়েছে। ফলে গাড়িটি এমনভাবে বানানো হয়েছে, যাতে ফ্যামিলি নিয়ে পাহাড়ি রাস্তায় রোড ট্রিপেও যাওয়া যাবে, আবার মাঝে মধ্যে অফিসও যেতে পারবেন।