ইলেকট্রিক গাড়ি ভারতের বাজারে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। দেশের প্রথম সারির গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি আগামী কয়েক বছরের মধ্যে ইলেকট্রিক গাড়ি উৎপাদন শুরু করে দেবে।
তবে দেশের জনপ্রিয় গাড়ি সংস্থা মারুতি সুজুকি এইসবের মধ্যে এক ধাপ এগিয়ে সম্পূর্ণ অন্যরকম চিন্তাভাবনা শুরু করেছে। এই গাড়ি সংস্থা পরিকল্পনা করেছে বায়োগ্যাস চালিত গাড়ি বাজারে নিয়ে আসার।
মূলত গোবরের মাধ্যমে চলবে এই বায়োগ্যাস গাড়ি। এই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, কার্বন নিঃসরণ কমাতে এই মুহূর্তে সুজুকির অনন্য উদ্যোগ হলো বায়োগ্যাস। আর সেই বায়োগ্যাসের অন্যতম উৎস হল গোবর। এই বায়োগ্যাস মারুতির সিএনজি মডেলগুলোর জন্য ব্যবহার করা যেতে পারে।
এমনকি গ্রামাঞ্চলের প্রায় অধিকাংশ মানুষই গোবরকে বর্জ্য হিসেবে ব্যবহার করেন। সেই গোবর থেকেই বায়োগ্যাস তৈরি করে গাড়ি চালাতে পারবেন।
মারুতি সুজুকির এই গাড়ি ভারত ছাড়াও আফ্রিকা, জাপান সহ এশিয়ার অন্যান্য আরও দেশে চলবে।
এই সংস্থার দাবি, ১০টি গরু থেকে প্রাপ্ত গোবর ১ দিনের জন্য ১টি গাড়ি চালানোর জন্য যথেষ্ট হবে। ধারণা করা হচ্ছে ২০২৪ সালের মধ্যে বাজারে আসবে এই গাড়ি। প্রতিযোগিতা করবে বড় বড় সংস্থার বৈদ্যুতিক গাড়ির সঙ্গে।