বহু পাক মহিলা স্বামী হিসেবে কোনো ভারতীয় পুরুষকেই বেছে নিতে চান? জানুন কারন

33
বহু পাক মহিলা স্বামী হিসেবে কোনো ভারতীয় পুরুষকেই বেছে নিতে চান? জানুন কারন

ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক যেন কোনদিনই স্বাভাবিক হওয়ার নয়। বিগত প্রায় ৭০ বছরের ইতিহাসে উভয় প্রতিবেশী রাষ্ট্রই নিজেদের মধ্যে একাধিকবার সংঘাতে জড়িয়েছে। এই দুই রাষ্ট্রের দ্বন্দ্ব বরাবরই আন্তর্জাতিক মহলে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। সীমান্ত পেরিয়ে ভারতে একাধিকবার জঙ্গী হামলা চালিয়েছে পাকিস্তান। এখনো সেই বর্বরোচিত পরিকল্পনা থেকে পিছপা হয়নি তারা। ভবিষ্যতেও যে হবে তার কোনো নিশ্চয়তা নেই।

তবে ভারত এবং পাকিস্তানের মধ্যে যতই দ্বন্দ্ব থাকুক না কেন, পাকিস্তানি মহিলারা আবার ভারতীয় সংস্কৃতি, রীতিনীতিকেই বেশি পছন্দ করেন। বিশেষত, মহিলাদের বিয়ের পরবর্তী জীবন পাকিস্তানের তুলনায় ভারতে অনেক উন্নত বলেই মানেন পাকিস্তানের বেশিরভাগ মহিলা। সম্প্রতি একটি সার্ভের রিপোর্ট থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। রিপোর্ট থেকে জানা গেল, বহু পাকিস্তানি মহিলাই স্বামী হিসেবে কোনো ভারতীয় পুরুষকেই বেছে নিতে চান।

পাকিস্তানের বেশকিছু সংবাদমাধ্যম এবং সংস্থার তরফ থেকে পাকিস্তানি মহিলাদের উপর এই সমীক্ষা চালানো হয়েছিল। সমীক্ষার রিপোর্ট বলছে, পাকিস্তানের মহিলারা প্রধানত পাঁচটি কারণে হিন্দুস্তানের পুরুষদের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হতে চান। যার প্রধান কারণ হলো, তারা মনে করেন পাকিস্তানি শাশুড়ির তুলনায় ভারতীয় শাশুড়িরা তাদের বৌমাদের অনেক বেশি ভালোবাসেন। অপরপক্ষে পাকিস্তানের প্রতিটি শাশুড়ি তাদের বৌমাদের উপর অধিকার বলেই যেন বেশি অত্যাচার করেন।