এন আর সি চালু করার রাজি জানালেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং

13
এন আর সি চালু করার রাজি জানালেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং

এবার তারা এন আর সি চালু করার জন্য প্রস্তুত, এমনটাই জানালেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। কিন্তু এর জন্য কেন্দ্রের অনুমতি দরকার। সম্প্রতি ইম্ফলে একটি সাংবাদিক সম্মেলনে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন , কোনো রাজ্য এই এন আর সি নিজে থেকে চালু করতে পারবে না। তার জন্য কেন্দ্রের অনুমতি আবশ্যক।

এর সাথে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং আরও জানায়, আসলে ইতিমধ্যেই এমএসপিসি চালু করেছে অর্থাৎ মণিপুর স্টেট পপুলেশন কমিশন চালু করেছে‌ । এর দ্বারা সহজেই শরণার্থী দের চিহ্নিত করা যাবে। বাড়ি বাড়ি গিয়ে শরনার্থীদের চিহ্নিত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হবে। রাজ্যের সমস্তটা একা একা করা সম্ভব নয়। কেন্দ্রের সাহায্য দরকার। তবে আমরা একা একা যেটা করতে পারছি সেটা আমরা করছি।

মণিপুরের পাশেই রয়েছে মায়ানমার। রাজ্যের ৩৯০ কিমি অঞ্চল রয়েছে রাজ্যের সীমারেখায়। মায়ানমার থেকে বহু শরণার্থী রাজ্যে ঢুকে পরে বলেও অভিযোগ রয়েছে। তাই তারা এই এন আর সি তাড়াতাড়ি লাগু করতে চাইছে মণিপুর সরকার।।