বাড়ির মূল দরজা তৈরি করুন বাস্তুবিদদের পরামর্শ মেনে! দেখুন চমৎকার

34
বাড়ির মূল দরজা তৈরি করুন বাস্তুবিদদের পরামর্শ মেনে! দেখুন চমৎকার

বাড়ি বানানোর সময় বাস্তুরবিদদের পরামর্শ মেনে অনেকেই বাড়ি তৈরি করে থাকেন। কারণ বাস্তু মতে যেখানে সেখানে বাড়ি করলেই হয় না বাড়ি তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম থাকে যা মেনে চললেই গৃহে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না।

বাড়ির সঙ্গে বাড়ির মূল দরজাটিও বাস্তুবিদদের পরামর্শ মেনে তৈরি করা উচিত তা হলে অচিরেই বাড়ি থেকে যে কোনও ধরনের সমস্যা দূর হয়ে যায়। পরিবারের সুখ সমৃদ্ধির কথা ভেবে বাড়ির মূল দরজা তৈরি করুন এই ভাবে-

1. বাড়ির মূল দরজা বাড়ির মধ্যে অন্যান্য ঘরের দরজার তুলনায় বড় হওয়া উচিত। যার ফলে যে কোনও ধরনের সুখ শান্তি সহজেই দরজা দিয়ে গৃহে প্রবেশ করতে পারে।

2. মূল দরজা বানাতে হবে কাঠের, এবং দরজাটি ভেতর দিকে খোলার সুবিধা থাকতে হবে কারণ বাইরে দিক থেকে খুললে গৃহের কর্তারা নানা রকমের সমস্যায় ভুগতে থাকেন।

3. বাড়ির দরজা এমন দিকে মুখ করে করতে হবে যাতে ভোরবেলা প্রথম রোজ বাড়ির দরজায় পড়ে এতে সংসারে শুভ শক্তির আগমন হয়।

4. বাড়ির দরজার উপরে যাঁরা ছুরি তলোয়ার বা অন্যান্য জিনিস রেখে থাকেন সাজাবেন বলে এটা কিন্তু একেবারেই ভুল। এতেই সমস্যা দূর হয় না বরং সমস্যা বেড়ে যায়।

5. বাড়ির সকলের শরীর স্বাস্থ্য ভাল রাখতে বাড়ির দরজার সামনেই সবুজ জাতীয় কিছু রাখুন।