কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে ‘অগ্নিপথ’ প্রকল্প। তবে এই প্রকল্প ঘোষণা করার সঙ্গে সঙ্গেই দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়েছে।
এই বিক্ষোভের মাঝেই সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে জানিয়েছেন, এই নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হবে। তারা চলতি বছরের ডিসেম্বরে প্রথম অগ্নিবীর আমাদের রেজিমেন্টে যোগ দেবেন। মাহিন্দ্রা গ্রুপ ‘অগ্নিবীর’-দের নিয়োগ করতে মুখিয়ে আছে। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা এমনই দাবি করলেন ।
মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা জানান, ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে যে হিংসা চলছে, তাতে ব্যথিত তিনি।
এদিন সকালে টুইটারে তিনি বলেন, অগ্নিপথ প্রকল্প নিয়ে হিংসার ঘটনায় তিনি মর্মাহত। গত বছর যখন সেই প্রকল্পটির বিষয়ে তুলে ধরা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে, শৃঙ্খলা এবং দক্ষতার কারণে অগ্নিবীররা কাজের জগতে অত্যন্ত যোগ্য হয়ে উঠবেন। এরকম প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ যুবক-যুবতিকে নিয়োগের যে সুযোগ আছে, তাকে স্বাগত জানাবে মাহিন্দ্রা গ্রুপ।