মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতির হানায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। এই ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বলেন যে হাতির হানায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর এই ঘটনা দুঃখজনক ঘটনা।
আমরা সুপ্রিম কোর্টে এক আবেদনও করেছিলাম যে হাতির সংখ্যা এখানে এত বাড়ছে জনবসতির উপর হামলা হচ্ছে। এবং হাঠাৎ করে বেরিয়ে গিয়ে বিচ্ছিন্ন ঘটনা ঘটাছে এইটা অত্যন্ত দুঃখজনক। সতর্কের জন্য আমরা ব্যবস্থা নিয়েছিলাম সেইটা আমি বলছি না। কিন্তু সুপ্রিম কোর্টের একটা কেস স্টে করে দিয়েছে। এইটা বুঝতে হবে আমি হাতিকে ভালবাসি সব জন্তজানয়াকে ভালবাসি। তবে মানুষের জীবনের দাম সব থেকে বেশি।
আমরা কিছু করতে চাইলেও কোর্টের স্থগিত অর্ডারের জন্য আমরা করতে পারি না। ওরা বরিয়ে ধান খেয়ে নিচ্ছে মানুষ মেরে দিচ্ছে। আমি গৌতম দেব ও ডিএমকে পাঠিয়েছিলাম ফরমান আনকনশেন্স আছে। যদি ওরা রাজি হয় তাহলে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাব। এরপর সোজা তিনি চলে যান কলকাতার উদ্দেশ্যে।