অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি কয়েক মাস আগেই পঞ্জাবে চমকে দিয়ে সরকার গড়েছে। আপ সেই ভাগবন্ত মানের লোকসভা কেন্দ্রে এ বার উপনির্বাচনে হেরে গেল ।
আপ প্রার্থী গুরমেল সিংহ পঞ্জাবের সাংরুর লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে সাত হাজারেরও বেশি ভোটের ব্যবধানে শিরোমণি অকালি দলের (অমৃতসর) প্রার্থী সিমরণজিৎ সিংহ মানের কাছে হেরে গেলেন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে কংগ্রেসের দলবীর সিংহ গোল্ডি, বিজেপির কেওয়াল ঢিলোঁ ও অকালি দলের কমলদীপ কউর।
এবার সাংরুর লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে। ভোটের হার ছিল ৪৫.৩০ শতাংশ। মার্চ মাসে পঞ্জাবে আপের ‘চমকপ্রদ’ জয়ের পর উপনির্বাচনই ছিল প্রথম ভোট-যুদ্ধ।