গ্রাহকদের কথা মাথায় রেখে আবারও নতুন পলিসি নিয়ে এলো এল আই সি

12
গ্রাহকদের কথা মাথায় রেখে আবারও নতুন পলিসি নিয়ে এলো এল আই সি

এল আই সি তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে প্রত্যেকবার এমন সব স্কিম বা পলিসি নিয়ে আসে, যা খুবই গ্রহণ যোগ্য হয়। তাই এবারও তারা ঠিক একই কাজ করেছেন। ভারতের বৃহত্তম ইন্স্যুরেন্স কোম্পানি এই এল আই সি সব থেকে পুরোনো বিমা সংস্থা। গ্রাহকদের সেরা পরিষেবা দেওয়ার লক্ষ্যে তারা দারুণ ভাবে একনিষ্ঠ। সব ধরনের মানুষের কথা মাথায় রেখেই তারা কাজ করে আসছে এত বছর থেকে। অন্যত্র টাকা রাখলে যেমন ভয়ের ব্যাপার থাকে স্বাভাবিক ভাবে এখানে টাকা রাখলে কোনো ভয়ের সম্ভাবনা নেই। তাই এল আই সিকে মানুষ সবথেকে বেশী ভরসা করে থাকে। এলাই সিরি জীবন আনন্দ স্কিম, যেটা

গ্রাহকদের জন্য ভালো বোনাস ও সুবিধা দিয়ে থাকে। তবে এটি তাদের জন্য খুবই গ্রহণ যোগ্য হবে যারা কিনা নির্দিষ্ট সময়ের জন্য পলিসিতে বিনিয়োগ করতে পারে। এই পলিসিতে বিনিয়োগ করলে কমপক্ষে ৫ লাখ টাকা নিশ্চিত পাবেন। এছাড়া জীবন আনন্দ নীতির সাথে ২৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। তবে এই সুবিধা পেতে গেলে ৩৫ বছরের জন্য এই স্কিম কিনতে হবে। জীবন আনন্দ বিমায় মাসে ১৩৫৮ টাকা জমা দিতে হবে অথবা আপনি বছরের ১৬৩০০ টাকা জমা করতে পারেন, আর প্রতি দিন যদি আপনি ৪৫ টাকা করেও দিতে চান তাহলেও এই পলিসিটিকে পাওয়া যাচ্ছে।

অবশ্যই এই পলিসিকে কেনার জন্য নথি হিসেবে প্রয়োজন আধার কার্ড, ব্যাঙ্ক একাউন্ট, মোবাইল নম্বর, প্যান কার্ড। এদিকে আবার এই পলিসির একটি দিক রয়েছে যদি পলিসিধারী ব্যাক্তি মেয়াদ পূরণ হওয়ার আগেই মারা যান তাহলে পলিসিধারীর মনোনীত ব্যাক্তি ১২৫% পর্যন্ত মৃত্যু সুবিধা পাবেন, এই পলিসিতে কমপক্ষে নিশ্চিত ১ লক্ষ টাকা পাওয়া যাবে।।