এলআইসি নিয়ে এলো ধনবর্ষ একটি প্ল্যান! জানুন বিস্তারিত

16
এলআইসি নিয়ে এলো ধনবর্ষ একটি প্ল্যান! জানুন বিস্তারিত

বীমা ক্রয় করে যদি আপনি আপনার পরিবারের ভবিষ্যৎ সম্পর্কে সজাগ হয়ে ওঠেন তাহলে সেটা খুবই প্রশংসনীয় একটি বিষয়। ঝুঁকি ছাড়া কোনো বিনিয়োগ করতে হলে এলআইসির বিকল্প কোনো রাস্তা নেই। আপনি আপনার ইচ্ছেমতো এলআইসির যে কোনো প্ল্যানে বিনিয়োগ করতে পারেন কিন্তু, এলআইসির ধনবর্ষ একটি প্ল্যান রয়েছে যেটা মধ্যে আপনি 10 লক্ষ টাকা বিনিয়োগ করে রিটার্ন হিসেবে লক্ষাধিক টাকা পেতে পারেন।

এই পলিসির মাধ্যমে পেয়ে যেতে পারেন বিভিন্ন সুবিধা। পলিসির মেয়াদ থাকাকালীন যিনি বীমা করেছেন তিনি যদি মারা যান, তাহলে বিমাকৃত রাশি ও তার সঙ্গে অর্জিত গ্যারান্টিযুক্ত সুদ LIC-এর পক্ষ থেকে পরিশোধ করে দেওয়া হবে।

বিমান নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি যদি এক থেকে ত্রিশ বছরের মধ্যে 8,86,750 টাকা এককালীন বিনিয়োগ করেন, তাহলে সে11,08,750 টাকানিশ্চিত রিটার্ন পাবে। এদিকে যদি তিনি আবার ১৫ বছর মেয়াদ যুক্ত একটি বীমা বেছে নেন তাহলে তিনি রিটার্ন পাবেন 21,25,000 টাকা। এবার দেখা গেল, সেই ব্যক্তি প্রথম বছরে মারা যান তাহলে 11,83,438 টাকা পাওয়া যাবে, আবার যদি দেখা যায় তিনি 15তম বছরে মারা গেলেন, তাহলে 22,33,438 টাকা ফেরত পাওয়া যাবে।।