শনি বা রাহু দেবতার কুপ্রভাবের জন্য আমাদের সংসার এবং জীবন ছারখার হয়ে যেতে পারে।তবে শনি এবং রাহুল দুজনেই আমাদের বিমুখ হয়ে যাওয়ার কারণ আমাদের জীবনের কতগুলি খারাপ অভ্যাস, যা কখনও কখনও আমাদের অজান্তেই হয়ে যায়। সেগুলোও যদি দূর করা যায় তা হলে সংসারে এবং জীবনে কোনও সমস্যাই থাকে না তাই জ্যোতিষ শাস্ত্র মতে শনি ও রাহুর প্রভাব দূর করতে এই কাজগুলি করবেন না-
1. ঘুম থেকে ওঠার পর বাসি বিছানা রেখে বাইরে বেরবেন না বরং ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিন তার পর কর্মস্থানে বেরোন।
2. পুজোর ঘরে নোংরা রাখবেন না সব সময় পুজোর ঘরটি পরিচ্ছন্ন রাখবেন এতে মনে এবং সংসারে পজিটিভ শক্তি আগত হয়।
3. বাইরে থেকে এসে নোংরা হাত পায়ে বিছানায় উঠে পড়বেন না বড় হাত পা ধুয়ে নিন তা না হলে আপনার জীবনে দুর্ভাগ্য ঘনিয়ে আসবে।
4. বাড়িতে অতিথি এলে আগে এক গ্লাস জল দেবেন, জল দেওয়ার আগে অবধি কোনও কিছুই খেতে দেবেন না।
5. খাওয়ার দেওয়ার পর টেবিলে এঁটো বাসন থালা রেখে দেবেন না এতেই সংসার থেকে লক্ষ্মী দূরে চলে যায়।
6. জুতো পরে খটখট শব্দে হাঁটবেন না এতে রাহুর কুপ্রভাব পড়তে পারে।
7. স্নান করার পর বাথরুমে জামা কাপড় ছিটিয়ে রাখবেন না কারণ এতে কুণ্ডলীতে চন্দ্রের স্থান দুর্বল হতে থাকে যা ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করবে।
8. বাইরে থেকে এসেই জুতো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না এর কারণেই শত্রু সংখ্যা বাড়তে পারে।
9. বাড়িতে গাছ আছে অথচ জল দেন না এতে কিন্তু শনি গ্রহের কু প্রভাব আপনার ওপর পড়তে পারে।