অজয় দেবগন এবং কাজল, যাদের ভালোবাসার কথা আমরা শুনেছি সকলের মুখে। যাদের ভালোবাসা আজও একইভাবে কিভাবে অটুট, যা দেখি অনেকেই ঈর্ষান্বিত হয়ে পড়েন। তবে এই সম্পর্কের মধ্যে ছিল অনেক টানাপোড়েন যা আমরা অনেকেই জানিনা। চলুন আজ কথা বলব কাজল এবং অজয় দেবগনের সাংসারিক টানাপড়েন এর কিছু ইতিহাস নিয়ে।
২৫ বছর আগে দুজনের সাক্ষাৎকার হয়েছিল হালচাল ছবির সেটে। সেখান থেকে আলাপ হয় তারপর বন্ধুত্ব মন দেওয়া নেওয়ার হবার পর বেশ কিছু বছর চুটিয়ে প্রেম করেছিলেন তাঁরা। এরপর কেটে যায় চার বছর। অতঃপর বিবাহ করার সিদ্ধান্ত নেন দুজনে। কাজলের পরিবারের আপত্তি সত্ত্বেও কাজল অনড় ছিলেন এই সিদ্ধান্তে, অতঃপর সকলের মেনে নেন এবং কাজলের সঙ্গে বিয়ে হয়ে যায় অজয় দেবগনের।
১৯৯৯ সালে সকলের সম্মতিতে বিয়ে হয়ে যায় দুজনের। তারপর কেটে যায় দুই বছর। ২০০১ সালে করণ জোহর পরিচালিত কাবিখুশি কাবিগাম মুক্তি পেয়েছে তখন। মুক্তি পেতে না পেতেই সিনেমা সুপারহিট। কিন্তু সেই সময় এই আনন্দ ভাগ করতে পারেননি কাজল। সিনেমা চলাকালীন অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। সিনেমার মুক্তি সময় গর্ভপাত হয়ে যায় তার। যেদিন সিনেমা মুক্তি পেয়েছিল সেদিন তিনি ভর্তি ছিলেন হাসপাতালে।
খুব খারাপ সময়ের মধ্যে দিন কাটাতে আর। ফের দ্বিতীয় সন্তানের গর্ভপাত হওয়ার পর পুরোপুরি ভেঙে পড়েন তিনি। অবশেষে ২০০৩ সালে গর্ভে আসেন আইসা। ৭ বছর পর জন্ম হয় যুগের। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই সমস্ত কথা শেয়ার করলেন অভিনেত্রী নিজেই।
তবে সেই সমস্ত ঝড় কাটিয়ে এখন দিব্য রয়েছেন দুজনেই। দুই সন্তানকে নিয়ে সুখে ঘর সংসার করছেন কাজল। তানহাজি র পরে আবার কবে তারা একসাথে পর্দায় ফিরবেন, সেটাই এখন প্রশ্ন।