সংসারে সুখ ও শান্তি বজায় রাখার জন্য বাস্তুবিদরা বাড়ি তৈরির যেমন পরামর্শ দেন তেমনি বাড়ির বাথরুম তৈরির বিষয়েও পরামর্শ দিয়ে থাকেন, কারণ বাস্তু মতে বাথরুম যদি ঠিকঠাক জায়গায় না হয় এবং বাড়ির ভিতরে মতো বাথরুমের ভিতরের জিনিসগুলো ঠিকঠাক জায়গায় না বসানো হয় সেগুলির কু প্রভাব পড়ে সংসারের ওপর।
যার জন্য সংসারের সুখ শান্তি নষ্ট হয় এবং বাড়িতে নিয়মিত অশান্তি লেগেই থাকে তাই গৃহে অশুভ শক্তির প্রভাব দূর করতে বাস্তু মতে বাথরুম তৈরি করুন এই ভাবে-
1. আপনার শোওয়ার ঘরের সঙ্গে বাথরুম থাকলে সেটি যেন ঘরের পশ্চিম দিকে বানানো হয়।
2. বাথরুমের ঢাল সর্বদা পূর্ব ও উত্তর পূর্ব দিকে করতে হবে, যাতে বাথরুমের জন পূর্ব বা উত্তর পূর্ব দিকে গড়িয়ে যায়।
3. বাথরুম বানাতে হবে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে।
4. বাথরুমের কমোড বসাতে হবে পশ্চিম দক্ষিণ কিংবা উত্তর পশ্চিম দিকে।
5. কমোডে বসার সময় কোনও ভাবেই উত্তর পশ্চিম দিকে মুখ করে বসা উচিত নয়।