মেয়েদের গলা দেখেই জানুন তাদের প্রকৃতি সম্পর্কে

41
মেয়েদের গলা দেখেই জানুন তাদের প্রকৃতি সম্পর্কে

প্রাচীন কাল থেকেই মানুষের শরীরের বিভিন্ন গঠন এবং অঙ্গভঙ্গি দেখে মানুষ চেনার উপায় পরিলক্ষিত হয়ে আসছে। কখনও চোখের ভাব ভঙ্গিমা আবার কখনও কথাবার্তার ভাব ভঙ্গিমা দেখে মানুষ ঠিক কোন চরিত্রের হয় তা বোঝা যায় তবে প্রাচীন সমুদ্র শাস্ত্র অনুযায়ী একজন মানুষের সঠিক চরিত্র বিচার করা যেতে পারে তাঁর গলার গঠন দেখে, শুধু চরিত্রই নয় মানুষটির সমস্যা বোঝা যায় গলা এবং ঘাড়ের গঠন দেখেই। তবে কী ভাবে? তা জেনে নেওয়া যাক-

1. গলার গড়ন তুলনামূলকভাবে অনেকটা ছোট হলেই বুঝবেন ভাগ্য তাদের সহায় থাকে। তবে এঁরা বিভিন্ন দিক থেকে খুবই হিসেবি হয়ে থাকেন এবং চালাক হয়ে থাকেন।

2. যাঁদের গলা তুলনামূলকভাবে লম্বা তারা ভোগবিলাসী হয়। লম্বা গলায় বলে দেয় সেই মানুষটি বিলাস দ্রব্যের প্রতি কতটা আকর্ষণীয়। দামি দামি জিনিস পড়তেই এবং কিনতেই এঁরা বেশ পছন্দ করেন।

3. যাঁদের ঘাড় বাঁকা তাঁরা ভীষণ চালাক এবং স্বার্থপর হন। অন্যের কাছ থেকে সাহায্য নেন কিন্তু অপরকে সাহায্য করাটা এঁদের ধাতে নেই আবার কথা ফাস করে দেওয়ার অভ্যাস থাকে এঁদের মধ্যে।

4. যাদের গলার পিছনের সেরা স্পষ্ট তাঁদের জীবনে অর্থকষ্ট আসতে পারে, শুধু তাই নয় বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে কষ্টে ভুগতে পারেন এঁরা।