পূর্ণাঙ্গ ছুটির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কুড়মি সমাজের

15
পূর্ণাঙ্গ ছুটির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কুড়মি সমাজের

মালদা,৩ সেপ্টেম্বর : করম পূজায় পূর্ণাঙ্গ ছুটির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কুড়মি সমাজের। শনিবার সকাল দশটা নাগাদ,হবিবপুর ব্লক আদিবাসী কুড়মি সামাজের পক্ষ থেকে হবিবপুর থানার অন্তর্গত তালপুকুর এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।

কুড়মি সমাজের দাবি করম পরবে পূর্ণাঙ্গ ছুটি দিতে হবে এবং তাদের এসটি কাস্টের অন্তর্ভুক্ত করতে হবে । উল্লেখ্য রাজ্য সরকার ছুটি ঘোষণা করলেও তাদের করম পরবে জন্য পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা থেকে বঞ্চিত রাখা হয়েছে।

এইসব দাবি-দাওয়া জানিয়ে মূখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এদিন প্রায় এক ঘন্টা মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কুড়মি সামাজের কর্মীরা। খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন।

পুলিশের আস্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বপন মাহাতো কুড়মি সমাজের জেলা সম্পাদক সহ অন্যান্যরা কুড়মি সমাজের সর্মথকরা।