হাতের এই রেখা গুলি দেখেই জানুন কেমন হবে আপনার জীবনের প্রেম

40
হাতের এই রেখা গুলি দেখেই জানুন কেমন হবে আপনার জীবনের প্রেম

কথাতেই আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে৷ তাই কার কখন মৃত্যু বা বিয়ে হবে কিংবা জন্ম হবে তা বুঝতে পারেন না কেরি শুধুমাত্র স্বয়ং চিন্তা ছাড়া৷ তবে বর্তমানে বিয়ের আগে প্রেম, আর সেটিও কখন কার জীবনে কী ভাবে আসবে তা বোঝা যায় না, তবে এই প্রেম কারও জীবনে আনন্দ আবার কারও জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায়৷ অনেকের প্রেমের বিয়ে সুখী হয় আবার অনেকে প্রেম করে বিয়ে হলেও তার টিকে না বিচ্ছেদ হয়ে যায়৷

কারোর আবার প্রেম বিয়ে অবধি গড়ায় না৷ তবে হাতের রেখা দেখে বুঝতেই পারবেন আপনার প্রেম পর্ব এবং বৈবাহিক জীবন কেমন যাবে- পরীক্ষাটি করার জন্য মহিলার বাঁ হাত এবং পুরুষের ডান হাত চোখের সামনে ধরুন৷ দু জনের আঙুল নিজেদের সামনের দিকে একটু শুকিয়ে রাখুন এবং করে আঙুল নীচের দিকে মনোযোগ সহকারে দেখুন৷ দেখতে পাবেন সেখানে এদিক ওদিক একাধিক রেখা প্রসারিত হচ্ছে৷ 1-4-5 একটি রেখা থাকে এই রেখাগুলি একেকটি সম্পর্কের রেখা এবং এখান থেকেই জানা যায় আপনার জীবনের প্রেম কেমন হবে৷

1. যদি রেখা কাটাকুটি যুক্ত থাকে তা হলে জানতে হবে সম্পর্কে ফাটল আসতে পারে৷

2. যদি রেখা গভীর হয় তাহলে বুঝবেন সম্পর্কের গভীরতা বজায় থাকবে৷

3. যদি রেখাগুলি সমান সমান চলেই বা সমান ধরা হয় তা হলে বুঝবেন জীবনেও মনের মিল হবে না দুটি মানুষের মধ্যে৷

4. এই রেখাগুলি নিচের দিকে হলে তা হলে বুঝবেন জীবন সঙ্গী আপনার উপর খুবই সহজ এবং কর্তৃত্ব ফলাবে৷

5. যদি এই রেখা উপরের দিকে উঠে তাহলে বুঝবেন আপনার জীবনসঙ্গী অত্যন্ত ধনী ও শত লোক হবেন৷