আপনার জন্ম তারিখই বলে দিতে পারে আপনার ব্যক্তিত্বের ধরণ। এ কথা বলছে জ্যোতিষ শাস্ত্র। নিজের জন্ম তারিখ দিন, মাস, বছর হিসেবে লিখে সেখান থেকেই আপনি বের করে নিতে পারবেন আপনার ব্যক্তিত্ব ধরন। কিভাবে? জানুন এই প্রতিবেদন মারফত।
প্রথমত নিজের জন্ম তারিখ দিন, মাস, বছর হিসেবে লিখে যদি শেষ সংখ্যা শূন্য হয় তাহলে তারা বেশ বুদ্ধিমান এবং সব পরিস্থিতিতে মানিয়ে নিতে সক্ষম হবেন। এরা একাই সমস্ত কিছু জয় করে নিতে পারেন। সমাজের সামনে নিজেদের মুখোশের আড়ালে রাখেন।
যাদের শেষ সংখ্যা এক, তারা প্রতিযোগী মনোভাবাপন্ন হয়ে থাকেন। এরা সব ক্ষেত্রে জয়ের শিরোপা নিতে চান। এরা উচ্চাকাঙ্ক্ষী হন এবং নিজেদের স্বপ্ন সত্যি করার জন্য যোদ্ধার মতো লড়তে পারেন।
যাদের শেষ সংখ্যা 2 তাদের মধ্যে দুটি ব্যক্তিত্ব থাকে। এরা যাদের ভালোবাসেন তাদের জন্য ভগবানের মতো, যাদের ঘৃণা করেন তাদের জন্য এরা শয়তান।
জন্মসংখ্যা যদি হয় তিন তাহলে তারা বহুমাত্রিক ব্যক্তিত্বের অধিকারী হন। জীবন ও মানুষ সম্বন্ধে এদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে।
জন্মসংখ্যা চার হলে তারা চারপাশ এবং সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া সব কিছু সম্পর্কে অবগত থাকেন।
জনসংখ্যা 5 হলে মানবতা এবং জীবনের মূলমন্ত্রকে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে সকলের সামনে তুলে ধরবেন।
জন্মসংখ্যা 6 হলে তারা জীবনের অন্ধকার দিকগুলি উপভোগ করতে ভালোবাসেন।
জন্ম তারিখ 7 হলে ব্যক্তিত্ব রহস্যময়। এদের চরিত্র সুন্দর, উজ্জ্বল এবং স্মার্ট।
জন্ম তারিখ 8 হলে তাদের মধ্যে আকাশ ছোঁয়ার স্বপ্ন থাকে। চিন্তাভাবনা বড় হয় এবং সাধারণত সব বিষয়ে জ্ঞানের অধিকারী হন।
জন্মসংখ্যা নয় হলে তারা খুব যত্নবান হন।